কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: পুজোর আনন্দের মধ্যের ফের নিম্নচাপের ভ্রুকুটি।  আগামীকাল, ৪ঠা অক্টোবরের আশেপাশে উত্তর
বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এর পরবর্তী
গতিবিধি সম্পর্কে এবং এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও প্রভাব বাংলায় কতখানি পড়বে সেই বিষয়ে
স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


৩রা অক্টোবর উত্তরবঙ্গে এবং ৪ঠা অক্টোবর দক্ষিণবঙ্গে
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া অক্টোবরের ৩
, ৪ ও ৫ তারিখে দক্ষিণবঙ্গে এবং ৩ ও ৪ তারিখে উত্তরবঙ্গের
জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে।


আগামীকালই উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হবে। যা ক্রমে বাংলাদেশের মধ্য
দিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৫ ও ৬ অক্টোবরে হিমালয়সংলগ্ন
পশ্চিমবঙ্গের আশেপাশে সুস্পষ্ট নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপ রূপে অবস্থান করতে
পারে।
এই অবস্থায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আর্দ্রতার কারণে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গে পশ্চিমা বাতাসের দাপট আরও বেড়ে যাওয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও সঙ্গে প্রবল বজ্রবৃষ্টি হতে পারে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূল হয়ে ওড়িশার দিকে যেতে পারে। এই অবস্থায় আর্দ্রতার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে উত্তরবঙ্গের বদলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে।