পুবের
কলম, ওয়েবডেস্ক: ফের
জেল হল শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। মুম্বইয়ের একটি বিশেষ আদালত (ইউবিটি) সাংসদ
সঞ্জয় রাউতকে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ২৫ হাজার জরিমানা করা হয়েছে
সঞ্জয় রাউতকে। বৃহস্পতিবার
এই রায় দিয়েছে আদালত। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া
শিবসেনা(ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেউরি আদালত) ভারতীয়
দণ্ডবিধির ৫০০ ধারায়
(মানহানির শাস্তি) শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র রাজ্যসভা সাংসদকে দোষী সাব্যস্ত করেছেন৷
সূত্রের খবর, বিজেপি নেতার স্ত্রী ডঃ মেধা সোমাইয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ সঞ্জয় রাউতের
বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা
ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির
অভিযোগেই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সঞ্জয়। এর পরে ২০২২ সালে মানহানির মামলা করেন
বিজেপি নেতার স্ত্রী। অভিযোগ ওঠে, সঞ্জয় রাউত যে মন্তব্য করেছিলেন তা অবমাননামূলক।