পুবের কলম,ওয়েবডেস্ক: ফের রাজ্য পুলিশে নিয়োগের ঘোষণা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। এদিন জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মোট ১২ হাজার পদে নিয়োগ হবে বলে জানানো হয়। ফলে পুলিশের ভিন্ন ভিন্ন বিভাগে শূন্য পদ গুলি পূরণ হবে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে বলেই জানা গেছে। আইনি জোট কাটলেই নিয়োগের কাজ শুরু হবে।
উল্লেখ্য, মাঝেমধ্যেই রাজ্য পুলিশের শূন্য পদগুলি পূরণের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। নিয়ম মেনে নিয়োগও হয়। তবে পুজোর আগে এহেন ঘোষণায় কার্যত খুশির হাওয়া বইছে আগ্রহী প্রার্থীদের মনে। রাজ্যে নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি হয়েছে। প্রয়োজন আরও বেশি পুলিশকর্মীর। সেই প্রয়োজন পূরণ করতেই নিয়োগের সিদ্ধান্ত। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ অবসর নিয়েছেন। আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। কোনও রকম অপ্রীতিকর এড়াতে তৎপর পুলিশ। দরকার আরও বেশি পুলিশকর্মী । এসব ভেবেই এদিন মুখ্যমন্ত্রী পুলিশে ফের নিয়োগের ঘোষণা করেছেন।