উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, পাথরপ্রতিমা : ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায়, বাড়ির মধ্য থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন কর ওরফে পশুপতি বয়স ৪৫ বছর ও তাঁর স্ত্রী দুর্গা রানী কর,বয়স ৪০ বছর।
অভাবের জ্বালায় একটি মাত্র ছেলে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্বামী স্ত্রী দুজনে বাড়ির মধ্যে থাকতেন এবং চায়ের দোকান ছিল বলে জানান স্থানীয়রা, তবে কি কারণে মারা গেল তা এখনো পরিষ্কার নয়।
এই ঘটনার খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং ওখান থেকে বৃহস্পতিবার কাকদ্বীপে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
তবে এলাকাবাসীর ধারণা প্রচুর টাকা দেনাগ্রস্ত হয়েছিল এই দম্পতি। আর তাঁর জেরেই এই আত্মহত্যা হয়ে থাকতে পারে।