পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। ভূস্বর্গের নির্বাচন নিয়ে গতকাল দিল্লিতে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য নেতৃত্বরা। সেই বৈঠকের পর সোমবার সকালে ৪৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। যার মধ্যে ১৪ জন মুসলিম প্রার্থীকে এবার টিকিট দিয়েছে বিজেপি।
২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে ভূস্বর্গে। উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা।