কাঠমান্ডু, ২৯ সেপ্টেম্বর: গত ৪ দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই দুর্যোগে নিখোঁজ বহু মানুষ। গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তার জেরে দেশের একাধিক শহর চলে গিয়েছে পানির তলায়। তার মধ্যেই শনিবার হড়পা বানের সতর্কতা জারি করে নেপালের আবহাওয়া দফতর।
রবিবার নেপালের সশস্ত্র বাহিনী সূত্রে খবর মেলে, বন্যা এবং ভূমিধসের জেরে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিঁখোজ আরও ৬৮ জন। সেই সঙ্গে ১০০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে জরুরি বৈঠক বসেছেন নেপালের ডেপুটি প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং।
উদ্ধারকাজ আরও দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভাকে। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। তার মধ্যে সমস্যা বাড়াচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। কাঠমান্ডু থেকে একাধিক এলাকায় পৌঁছনোর রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।