কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নাসরুল্লার জন্য শোক পালন কাশ্মীরে, বন্ধ রাখা হল ভোটের প্রচার

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

শ্রীনগর, ২৯ সেপ্টেম্বর: হেজবুল্লাহর পক্ষ থেকে শনিবার বিকেলে সৈয়দ হাসান নাসরুল্লার শাহাদাতের খবর প্রচার হওয়া সঙ্গে সঙ্গেই কাশ্মীরে শুরু হয়ে যায় শোক পালন ও মাতম। মহিলারা কাপড় পরে কালো রিবন হাতে বেঁধে রাস্তায় নেমে আহাজারি করতে থাকে। নাসরুল্লার ছবি নিয়ে কাঁদতে থাকে বহু মানুষ। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ঘোষণা করে দিয়েছেন এই হত্যার ঘটনায় তিনি গভীর ভাবে মর্মাহত।

নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না। আজ ভোটের প্রচার বন্ধ রাখা হবে। মেহবুবার দেখাদেখি অন্যান্য রাজনৈতিক দল এমনকি নির্দল প্রার্থীরাও ভোটপ্রচার সভা বৈঠক বাতিল করে দিয়েছেন। ইসরাইল ও আমেরিকার নিন্দা জানিয়ে বড় বড় মিছিল বের হয় রাস্তায়। নির্বাচনি প্রচারের মানুষ একত্রিত হয়ে ইসরাইল আমেরিকা বিরোধী স্লোগান তুলে রাস্তায় নেমে আসে। তারা ফিলিস্তিন ও লেবাননের মানুষের সঙ্গে নিজেদের একাত্মতা ঘোষণা করে। 

ন্যাশনাল কনফারেন্সের নেতা ও সাংসদ আগা সৈয়দ রহুল্লা দলের প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়ে বলেন, হাসান নাসরুল্লার প্রতি শোক জ্ঞাপন করে বারবার ও ভোটের সব কর্মসূচি বন্ধ রাখা হবে।

কাশ্মীরে শিয়া গোষ্ঠীর মানুষদের সঙ্গে শোক মিছিলে সামিল হয়েছেন বহু সুন্নি মানুষ ও সব কয়টি রাজনৈতিক দলের সমর্থকরা। শ্রীনগর ও বদগামের শিয়া অধ্যুষিত এলাকায় বৃহৎ মিছিল দেখা গেলেও অন্যান্য শহরেও মিছিল বের হয় তবে সর্বত্রই এই মিছিল ছিল শান্তিপূর্ণ।