পুবের কলম,ওয়েবডেস্ক: ত্রিপুরার বন্যাতে মৃত্যুমিছিল অব্যাহত। গত সোমবার থেকে শনিবার রাত পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান রয়েছেন। জানা গেছে, উদ্ধারকার্যে গিয়ে শহিদ হয়েছেন। বন্যায় জলের তোড়ে ভেসে, ভূমিধসে চাপা পড়ে অধিকাংশ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।