কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জাপানে প্রধানমন্ত্রী নির্বাচন, কিশিদার পর ক্ষমতায় কে?

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

টোকিয়ো, ১৩ সেপ্টেম্বর: জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পরবর্তী সভাপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ হবে সভাপতি পদ তথা নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন নির্বাচনে বিজয়ী প্রার্থীই বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন আগামী ২৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হবে এবং একইদিনে হবে ভোট গণনা ক্ষমতাসীন এলডিপি সংসদ সদস্য এবং দলের সাধারণ সদস্যরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন এবারের প্রার্থীরা হলেনঅর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইচি সানায়ে, প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী কোবাইয়াশি তাকাইউকি, চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা, প্রাক্তন পরিবেশ মন্ত্রী কোইযুমি শিনজিরো, বিদেশমন্ত্রী কামিকাওয়া ইয়োকো, প্রাক্তন চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু, ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী কোনো তারো, এলডিপি প্রাক্তন মহাসচিব ইশিবা শিগেরু এবং বর্তমান মহাসচিব মোতেগি তোশিমিৎসু এর আগে গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, সেপ্টেম্বরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না  কারণ হিসেবে বলেন, ক্ষমতাসীন দলে যে পরিবর্তন এসেছে তা সকলকে দেখিয়ে দিতেই দায়িত্ব ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এলডিপি বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি সামাল দিতে হিমশিম খাচ্ছে কিশিদা, আর তাই এই সিদ্ধান্ত  দলের ভেতরে ঘটে যাওয়া তহবিল কেলেঙ্কারি সামাল দিতে না পারায় বর্তমান প্রধানমন্ত্রী কিশিদার জনসমর্থনে ধস নেমেছে তবে জাপানের সংসদে নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় কিশিদার সরে যাওয়ায় দলের সামনে তাৎক্ষণিক কোনও সংকট নেই দলীয় সভাপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীই হবেন জাপানের নয়া নেতা