পুবের কলম, ওয়েব ডেস্কঃ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন অভিনেতা গোবিন্দা। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিনেতার নিজের আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছিটকে তাঁর পায়ে লাগে। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা সংবাদমাধ্যমকে জানান, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। তিনি কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রিভলবারটি পরিষ্কার করে আলমারিতে রাখতে গিয়েই সেটা মাটিতে পড়ে যায়। যার ফলে ঘটে বিপত্তি। তার হাঁটুর নীচে গুলি লেগেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই।