Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

‘ঈশ্বরের পরিকল্পনা’ মন্ত্রের পুনরাবৃত্তি, বিরাট-রিঙ্কুর ভিডিয়ো শেয়ার আইসিসির

Puber Kalom

Puber Kalom

Published: 05 June, 2024, 04:06 PM
‘ঈশ্বরের পরিকল্পনা’ মন্ত্রের পুনরাবৃত্তি, বিরাট-রিঙ্কুর ভিডিয়ো শেয়ার আইসিসির

পুবের কলম, ওয়েবডেস্ক: ঈশ্বরের পরিকল্পনা! আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিরাট কোহলি এবং রিঙ্কু সিং-এর একটি হৃদয়ের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই পোস্টে ‘ঈশ্বরের পরিকল্পনা’ মন্ত্রটির পুনরাবৃত্তি করেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, কোহলিকে ২০২৩ সালের আইসিসি পুরুষদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরষ্কার দেওয়া হয়েছিল এবং কোহলি ট্রফি তোলার আগে দু’জনকে এই বাক্যাংশটি বলতে দেখা গিয়েছিল।

আইপিএল ২০২৪-এর সময় রিঙ্কু সিং এই মন্ত্রটি জনপ্রিয় করেছিলেন, কারণ কলকাতা নাইট রাইডার্স দশ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। কোহলি ভারতের সতীর্থ শুভমান গিল এবং মোহাম্মদ শামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পরাজিত করে এই পুরস্কার জিতেছিলেন। গত বছরের বর্ষসেরা দলের ক্যাপও পেয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ফাইনালের হৃদয় ভাঙার পরেও কোহলি ২০২৩ সালে ৫০ ওভারের ফর্ম্যাটে নবজাগরণ উপভোগ করেছিলেন। ১১ ম্যাচে ৭৬৫ রান সংগ্রহ করে তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জিতেছিলেন; ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের ৬৭৩ রানকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ। এখন, আইপিএল ২০২৪-এ তাঁর কেরিয়ারের দ্বিতীয় অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান) জেতার পরে, কোহলি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, কারণ ভারতের লক্ষ্য দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়।

 

 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি, এবং এই গ্রীষ্মে তার রেকর্ড আরও প্রসারিত করার লক্ষ্য রয়েছে। আর রিঙ্কুর মন্ত্র যদি সত্যি হয়, তা হলে ‘ঈশ্বরের পরিকল্পনা’ এ বছর নীল জার্সিধারীদের কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে। ১৫ সদস্যের দলে অল্পের জন্য বাদ পড়ার পর রিজার্ভের অংশ হিসেবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন রিঙ্কু। এদিকে ২০১৩ সালের পর থেকে বড় কোনও আইসিসি ট্রফির সাফল্যের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া।

 

Leave a comment