Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্মাদনায় মুগ্ধ কোহলি

News Desk

Published: 01 June, 2024, 07:15 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্মাদনায় মুগ্ধ কোহলি

 

শনিবার ভারতীয় সময় রাত ৮ টায় ভারত ও বাংলাদেশ খেলতে নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ওয়ার্ম আপ ম্যাচে। বিরাট কোহলি এই ম্যাচে প্রথম এগারোয় থাকবেন কিনা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা পরিষ্কার নয়। শুক্রবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছেন বিরাট। তিনি আলাদাই গেছেন। বেসবল ও বাস্কেটবলের জায়গায় ক্রিকেট কতটা জনপ্রিয়তা পেতে পারে তা নিয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু আমেরিকার মাটিতে বিরাট কোহলি পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে বিরাট কোহলি একটা বিষয়ে নিশ্চিত যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে। 
ভারতের অনুশীলনেও নেমে পড়েছেন বিরাট। আর তিনি যখন অনুশীলন করতে যাচ্ছেন, শুধু তার জন্যই নয় বাকি ভারতীয় ক্রিকেটারদের জন্য সমর্থকরা যেভাবে ক্ল্যাপ দিচ্ছেন, তা দেখে মুগ্ধ বিরাট। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমেরিকার মাটিতে ক্রিকেট এতটা জনপ্রিয়তা পাবে, এটা এখানে এসে না দেখলে বুঝতে পারতাম না । প্রথমবার আমেরিকার মাটিতে ক্রিকেট খেলছি। যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, তা উল্লেখ করার মতো।' মার্কিন মুলকে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার প্রস্তাবও দিলেন বিরাট কোহলি।

Leave a comment