কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

খালি পেটে ঘুমাতে হয় না সম্ভলপুরের ৮০ জনকে, সৌজন্যে ফারুখদের খিদমত

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক: প্রতিদিন ৮০ জনকে খালি পেটে ঘুমাতে হচ্ছে না সম্ভলপুরের পীর বাবা চৌক এর উড়ালপুলের নিচে। সৌজন্যে ‘খিদমত’। রোটি ব্যাঙ্ক তৈরি করেছে খিদমত। আর এই খিদমত নামে সংস্থাটির ভার রয়েছে যাদের ঘাড়ে তাদের কেউ মুসলমান, কেউ শিখ কেউ বা হিন্দু। সর্বধর্ম সমন্বয়ের অনন্য নজির এই খিদমত। মুসলমান–শিখ–হিন্দু বন্ধুরা মিলে সম্ভলপুরে প্রতিদিন রাতে ৮০ জনের খাবারের বন্দোবস্ত করেন। যাদের খাবারের বন্দোবস্ত হয় তারা বড়ই অসহায়। কেউ ফুটপাতে দিন কাটায়, সর্বহারা, ভবঘুরে। করোনাকালে যখন বহু মানুষ জীবিকা হারিয়ে দু’বেলা খাবারের বন্দোবস্ত করতে পারছিল না, তখনই গড়ে ওঠে খিদমত নামে সংস্থাটি। পরে অবশ্য বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। গত বছর গান্ধিজয়ন্তীর দিন নতুন করে পথ চলা শুরু করে তারা। বিভিন্ন ধর্মের সংবেদনশীল মানুষদের উদ্যোগে গড়ে ওঠে এই সংস্থা। প্রথমে ৩৫ জন মানুষের ডাল–ভাতের ব্যবস্থা করছিলেন তারা। এখন সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ৮০তে। প্রতিদিন সন্ধ্যাবেলা খাবারের অপেক্ষায় বসে থাকেন এলাকার বহু অসহায় মানুষ। ভাত, ডাল, রুটি, সবজী, পনির ও মিষ্টি দেওয়া হয় এই সব অতিথিদের পাতে। মোট ১৫ জন মিলে প্রতিদিন রাতে হাসি ফোটাচ্ছেন ৮০ জনের মুখে। সংস্থার সদস্য মহম্মদ ফারুখ বলেন, অনেকেই এই উদ্যোগে অংগ্রহণ করতে আর্থিক সাহায্যের হাত বাড়াচ্ছে। অনেকে আবার চাল–আটা–সবজী দিয়েও সাহায্য করেন। এভাবেই এগিয়ে যাচ্ছে খিদমত।