পুবের কলম,ওয়েবডেস্ক: উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভের জের। ফের যোগীরাজ্যে অবৈধ ট্যাগ দিয়ে ভাঙা হল মসজিদের তিন
মিনার। রবিবার বিক্ষোভকারী ‘ধর্ম-রক্ষক’দের ‘শান্ত’
করতে উত্তরপ্রদেশ পুলিশ তিনটি মিনার ভেঙে
গুড়িয়ে দেয়। বলা বাহুল্য, তুচ্ছ কারণে দেশে মসজিদ ভাঙা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে।
একদিকে মুসলিমপ্রধান দেশে ভেক ধরে সংখ্যালঘুদের ‘মিত্র’ সাজার চেষ্টায় মত্ত
রয়েছেন প্রধানমন্ত্রী। ঘুরে বেড়াচ্ছেন ঐতিহ্যবাহী সব মসজিদে। আপলোড করছেন ফটো। অন্যদিকে নিজের দেশেই হেন
কারণে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রাচীন ইতিহাস
বহনকারী সব মসজিদ, মিনার। ঘটনাটি ঘটেছে মলুকপুর এলাকার মনসুরি মসজিদে। ঐতিহ্যবাহী
মসজিদটি পুনসংস্কারের জন্যে মেরামত শুরু করলে স্থানীয় কাউন্সিলর ধীরজ কুমার ও হিন্দু
জাগরণ মঞ্চের কিছু সদস্য রে রে করে ওঠে। বেজায় চটে যায় তারা। মসজিদ ও মিনার অবৈধভাবে
নির্মাণ করা হয়েছে বলে ঝামেলা শুরু করে। খবর দেয় পুলিশ’কে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও তাদের
সুরে সুর মেলাতে থাকে। প্রশ্ন তোলে মিনার নির্মাণ নিয়ে। তারপরেই রবিবার ভেঙে
গুড়িয়ে দেয় তিন মিনার। হিন্দুত্ববাদী নেতাদের দাবি, মসজিদের মিনারগুলি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। যদিও স্থানীয়
মুসলিমদের দাবি, মসজিদটি শুধু সংস্কার করা হচ্ছিল। নতুন করে কিছু নির্মাণ করা
হয়নি। ঘটনাপ্রসঙ্গে মুহাম্মদ নাইম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বহু পুরানো
মসজিদ। সময়ের সঙ্গে সঙ্গে মিনারগুলি দুর্বল হয়ে পড়ছিল। তাই সেগুলো পুনর্গঠনের কাজ
চলছিল। মসজিদের সঙ্গে মুসলিমদের আলাদা অনুভুতি জড়িয়ে রয়েছে। হুটহাট ভাঙা শুরু করলে
প্রতিবাদ তো হবেই। এই বিষয়ে কারোর কোনও আপত্তি থাকলে আমাদের কাছে এসে বলতে হত। শান্তিপূর্ণ
আলোচনা করে সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা না করে হিন্দু-মুসলিম খেলায় মাতল
ওরা। এখন স্থানীয়দের হয়রানি পোহাতে হচ্ছে।
ব্রেকিং
- তেলেঙ্গনায় গ্রেহাউন্ড বাহিনীর অভিযান, এনকাউন্টারে খতম ৭ মাওবাদী
- উপনির্বাচনে বোল্ড আউট হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে ছিন্নভিন্ন রাজ্য বিজেপি
- অ্যাপ ডাউনলোডে সচেতন থাকতে আট দফা নির্দেশিকা কলকাতা পুলিশের
- মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি- ফের জানালেন শিন্ডে
- বাংলাদেশি হিন্দুদের জন্য প্রার্থনা চলছে: হিমন্ত
- আলিয়ায় সাত পদে নিয়োগ, আবেদনের সময়সীমা ১২ ডিসেম্বর
- আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
- আইপিএলে ব্রাত্য বাংলাদেশি ক্রিকেটাররা
- আলু নিয়ে রাজনীতি করছে মমতা সরকার, অভিযোগ ওড়িশার মন্ত্রীর
- দিল্লির ভোটে কংগ্রেসকে ‘না’ আপের, ‘একলা চলো’ নীতির ঘোষণা
- ট্রাম্পের শুল্কারোপের হুঁশিয়ারি, হুমকির মুখে চার লাখ মানুষের কর্মসংস্থান
- থাইল্যান্ডে ভারী বন্যায় ৯ জনের মৃত্যু