পুবের কলম প্রতিবেদক: ইস্টবেঙ্গল কোচের পথ থেকে পদত্যাগ করলেন কার্লোস কুয়াদ্রত। আই এস এল এর পরপর তিন ম্যাচ হারের পর লাল হলুদ জনতার রোষ এসে পড়েছিল কুয়াদ্রতের ওপর। বেশ কয়েকদিন ধরেই ক্লাব এবং কুয়াদ্রতের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। তার পরিকল্পনাগুলোও মেনে নিতে পারছিল না ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি সমর্থকদের একটা চাপও ছিল।
তাই ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচকে ক্লাব থেকেই বিনিয়োগকারী ইমামী মারফত কার্যত জানিয়ে দেওয়া হয়েছিল, হয় কুয়াদ্রত নিজে থেকে সরে যাবেন, নয়তো তাকে সরিয়ে দেওয়া হবে। কুয়াদ্রত নিজেও আর ইস্টবেঙ্গল এ থাকতে চাইছিলেন না। ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে সোমবার সকালেই ইস্টবেঙ্গলের কোচের পথ থেকে ইস্তফা দিলেন কার্লোস কুয়াদ্রত। আপাতত ইস্টবেঙ্গলের কলকাতা লিগের দলের কোচ বিনো জর্জ আইএসএলে মশাল বাহিনীর অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন।