কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের মুখ্যসচিবকে ইমেল পাঠালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাঁদের যে দাবিগুলি এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে, তা নিয়ে আলোচনার জন্য আজ ফের আলোচনায় বসতে চান
বলে জানিয়েছেন৷ বুধবার বেলা ১১টা বেজে ১৯মিনিটে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠান জুনিয়র
চিকিৎসকরা
চিঠিতে তাঁরা লিখেছেন, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ
বৈঠকের প্রসঙ্গে আমরা আবারও বলতে চাই যে
, আমাদের পাঁচ দফাদাবির
কিছু মূল বিষয় অমীমাংসিত ছিল
 বিশেষ করে আমাদের চতুর্থ ও পঞ্চম পয়েন্ট৷ যেখানে স্বাস্থ্য
পরিষেবা ব্যবস্থার উন্নয়ন
, নিরাপত্তা,
ও বিরাজমান থ্রেট কালচারের কথা ছিল
বৈঠকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনার সভাপতিত্বে
একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে
কিন্তু এর গঠন ও কার্যকারিতা সম্পর্কে
আমাদের সঙ্গে আরও আলোচনা করা হবে
আমরা আজ এই বিষয়ে
আপনার এবং টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসতে চাই


বৈঠকে বসার আর্জি জানানোর
পাশাপাশি তাঁরা রাজ্য সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছেন বলেও ইমেলে
জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা

উল্লেখ্য, দীর্ঘ প্রচেষ্টা ও চিঠি চালাচালির পর সোমবার
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসেন আরজি কর
কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে তাঁদের অধিকাংশ
দাবিই মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তাঁর প্রতিশ্রুতি মতো মঙ্গলবার পুলিশ ও প্রশাসনে হয় বেশ কিছু
আধিকারিকদের রদবদল
তবে পাঁচ দফা দাবির
মধ্যে অমীমাংসিত চতুর্থ ও পঞ্চম দাবিকে সামনে রেখে আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার
সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা
ঠিক হয়, আজই এ বিষয়ে ফের মুখ্যসচিবকে চিঠি পাঠাবে জুনিয়র
ডক্টরস ফ্রন্ট
মঙ্গলবার সুপ্রিম
কোর্টে আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলার শুনানির পর বিকেল চারটে থেকে
জেনারেল বডির বৈঠক শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৈঠক শেষ হতে প্রায় রাত ১টা বেজে যায়
একাধিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে মুখ্য়সচিবকে যে চিঠি পাঠানো হবে, তার বয়ানও সেখানেই চূড়ান্ত হয়