পুবের কলম, ওয়েবডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় দেশ। সারা দেশে মহিলাদের উপর শারীরিক নির্যাতন, ধর্ষণের ঘটনা নিয়ে গর্জে উঠেছেন সমাজের সকলস্তরের মানুষ। আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় গর্জে উঠেছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানারা। এবার সেই ঘটনায় সোচ্চার হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে তীব্র প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল অভিষেকের বার্তা – ‘জাগো ভারত’।
আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার দাবি তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আইনে ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বলেছেন, ‘‘সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে, তা হবে নেহাৎই প্রতীকী এবং আদতে তাতে কোনও কাজ হবে না।’’
আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় গোটা দেশ উত্তাল। এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে গোটা রাজ্যজুড়ে। ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করতে রাজ্য সরকারকে কেন্দ্রের উপর চাপ সৃষ্টির পরামর্শও দিয়েছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে অভিষেক লেখেন, “৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণার বাধ্যতামূলক করতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিলে হবে না। রাজ্য সরকারকে এই নিয়ে তৎপর হতে হবে এবং ধর্ষণ–বিরোধী কঠোর আইন আনার জন্যে কেন্দ্রে ওপর চাপ তৈরি করতে হবে। এর থেকেকম কিছু হলে সেটা দুর্ভাগ্যজনকভাবে নিতান্তই অফলপ্রসূ। জাগো ভারত, জাগো।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও দাবি তুললেন, ‘জাগো ভারত’।