পুবের কলম,ওয়েবডেস্ক: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন জওহর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে প্রসার ভারতীর প্রাক্তন সিইও রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জওহর সরকার লিখেছেন ,তিনি গত এক মাস যাবৎ আরজি কর কাণ্ডে সবার প্রতিক্রিয়া দেখেছেন আর ভেবেছেন মুখ্যমন্ত্রী কেন সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। ২০২১ সালের জুলাইতে রাজ্যসভার সাংসদ হিসেবে কেমব্রিজ প্রাক্তনীর নামের প্রস্তাব দেয় তৃণমূল কংগ্রেস। সাংসদ হওয়ার পর একাধিক ইস্যুতে দলের সঙ্গে জহর সরকারের মত বিরোধ হয়। চিঠিতে জহর সরকার স্পষ্ট উল্লেখ করেছেন, কোনও সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ, এমন অনাস্থা তিনি আগে দেখেননি। এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা অনেক দেরি হয়ে গিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। চিঠিতে জহর সরকার আরও লিখেছেন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে, এর মূল কারণ শাসক দলের কিছু পছন্দের আমলা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশীশক্তির আস্ফালন।
ব্রেকিং
- বিধি-নিষেধের জের, সুন্দরবন ভ্রমণে গিয়ে হতাশ পর্যটকরা
- ‘বাবাকে জমি বিক্রি… ভাইকে ভয়েস পাঠিয়ে ‘এমস’-এ আত্মঘাতী পড়ুয়া
- আসাদ অনুগতদের হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত
- সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা যুবকের! সুইসাইড নোটে ‘পুলিশ মুর্দাবাদ’ লেখা
- সরকারি কর্মচারীদের উপর হামলা বজরং দলের
- দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে গ্রেফতারের ষড়যন্ত্র ; দাবি কেজরির
- ‘ হ্রাস পাচ্ছে নির্বাচনী স্বচ্ছতা! নতুন ভোটবিধিকে চ্যালেঞ্জ কংগ্রেসের
- ‘এগিয়ে মেয়েরা’! ২০২৪-এ ২.৮ কোটি চাকরির আবেদন:রিপোর্ট
- ‘জয় ফিলিস্তিন’ স্লোগান কাণ্ডে ওয়াইসিকে তলব আদালতের
- ‘অনশন তুলে নিন’ কৃষক নেতা ডাল্লেওয়ালকে অনুরোধ বিজেপি নেতার
- নয়া চেয়ারম্যান পেল জাতীয় মানবাধিকার কমিশন
- ফিরছে পঞ্চম ও অষ্টম শ্রেণির পাশ-ফেল, অকৃতকার্যদের ফের সুযোগ