কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আরজি করে চিকিৎসককে গণধর্ষণ ও হত‍্যার প্রতিবাদে মিছিল

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

দেবশ্রী মজুমদার, নলহাটি: আরজিকরে চিকিৎসককে গণধর্ষণ ও হত‍্যার প্রতিবাদে মিছিল হলো শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ  নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুর থেকে কাঁটাগড়িয়া মোড় পর্যন্ত।  সিপিআইএমের গণসংগঠনের ডাকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ মিছিলে সামিল হন। লোহাপুর এফসিআই গোডাউন থেকে তারা বিচার চাই ও কঠোর শাস্তির দাবিতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ও সিবিআই এর তদন্তে ঢিলেমি এ ছাড়াও অন্যান্য দাবি নিয়ে এই ধিক্কার মিছিল হলো। এরপর তারা প্রায় ২০ থেকে ২৫ মিনিট পানাগর মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর বসে মোমবাতি হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। 

সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ বলেন, আজকে আরজি করে তরুণী চিকিৎসককে গণ ধর্ষণ করে নৃশংস হত‍্যার প্রতিবাদে সোচ্চার শুধু আমাদের রাজ‍্যে হচ্ছে না। রাজ‍্য ছাড়িয়ে সারা দেশ এবং এমনকি সারা পৃথিবীতে শুরু হয়েছে। পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীর এর দায়ভার নিয়ে পদত‍্যাগ করা উচিৎ। তোমার স্বর, আমার স্বর। বিচার চাই আরজি কর। সন্দীপ ঘোষ সহ সমস্ত অভিযুক্তদের বিচার চাই।  গৃহবধূ ইন্দিরা রায় বলেন, আমরা চাই অপরাধীদের কড়া শাস্তি চাই।