কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা: পুরুষ সহকারীকে যৌনদাস করে রেখেছিলেন সেনেটর!

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

ক্যালিফোর্নিয়া, ৯ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেনেটের ম্যারি
আলভারাদো
গিলসম্প্রতি এই মার্কিন নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির
অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের পুরুষ সহকারী শাদ কনডিট
কনডিটের অভিযোগ, ম্যারি আলভারাদোগিল তাঁকে যৌনদাসেরমতো ব্যবহার করেছেন। যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলে কনডিটকে
চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ।
শাদ কনডিট ম্যারি
আলভারাদো
গিলের চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেনসম্প্রতি গিলের বিরুদ্ধে
দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেন
, সেনেটরের চিফ অব
স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছেন
 কনডিট মামলায় দাবি করেন, চাকরির নিরাপত্তার জন্য বাধ্য হয়ে কয়েক বছর ধরে সেনেটর ম্যারি গিলের সঙ্গে যৌনকর্মে
লিপ্ত হয়েছিলেন তিনি। আরও দাবি করেন
, গিলের বিভিন্ন ধরনের
যৌন প্রবণতা ছিল এবং তিনি সেগুলি হাসিল করার জন্য ক্ষমতার অপব্যবহার করতেন
এখন কনডিট তাঁর বকেয়া
বেতন ও মানসিক যন্ত্রণার জন্য ক্ষতিপূরণ চাইছেন
 স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায়
বলা হয়
, সেনেটর প্রায়ই কনডিটের কাছ থেকে ওরাল সেক্সদাবি করতেন। অস্বাভাবিক যৌন কার্যকলাপ করতে গিয়ে কনডিট তাঁর পিঠেও আঘাত পেয়েছিলেনতবে আলভারাদোগিলের আইনজীবীরা
অভিযোগগুলিকে অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে
ভুয়াআর্থিক উদ্দেশ্যপ্রণোদিতবলে অভিহিত করেছেনউল্লেখ্য, আলভারাদোগিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর
চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন