পুবের কলম, ওয়েবডেস্ক: আমি বিচার চাই, শাস্তি চাই আর ওরা ডেড বডি চায়, মোদি সরকারকে নিশানা করে হুঙ্কার মমতার মুখ্যমন্ত্রী যা বললেন এক নজরে
ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি
আগামী সপ্তাহে বিধানসভায় ফাঁসির দাবিতে বিল আনব১৬ দিন হয়ে গেল বিচার কোথায়
বাংলাকে বদনাম করার চক্রান্ত
ধর্ষণবিরোধী বিল এনে বাংলাকে পাঠাবো
আরজি করের ঘটনার দুর্ভাগ্যজনক
সিবিআইয়ের হাতে কেস দিয়ে মামলা টাকে জলে ফেলে দিআমাদের হাতে থাকলে আমরা ৭ দিনে করে দিতাম
আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর
বাংলাকে আগুন লাগালে মণিপুর,ওড়িশা, উত্তরপ্রদেশে, দিল্লিতে থেমে থাকবে নাআমরা তোমার চেয়ারকে টলোমলো করে দেব
বাংলাকে বদনাম করার চক্রান্ত বিজেপির
আমরা বিচার চাই, শাস্তি চাই আর ওরা ডেডবডি চায়গতকাল পুলিশ রক্ত দিয়েছে, কিন্তু ধৈর্য্য হারায়নি
আমরা মেয়েদের সুরক্ষিত করার আইন চাই, আমরা কেন্দ্রের আইন চাই না দোষীদের ফাঁসির দাবিতে প্রতি ব্লকে ব্লকে মিছিল হবে
বিজেপির চক্রান্তের কাছে মাথা নত করেনি পুলিশ গতকাল
ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিলকামদুনি কেসে ফাঁসি চেয়েছিলাম। হাইকোর্টের রায়ে দুজনের যাবজ্জীবন হয়। এখনও আমার কাছে ফাইল আসে যাতে ১০ বছর ১২ বছর হয়ে গেছে তাদের ছেড়ে দেওয়া হোক। কেনো তাদের ছেড়ে দেওয়া হল।
আপনি একটা ন্যায় সংহিতা করেছেন। তাতে ১০ বছর-বারো বছর তারপরও আরও ধাপ কেনো। তাহলে ন্যায় সংহিতা বানানোর কি দরকার ছিল। ধর্ষকদের শুধু ফাঁসি চাই। এই কাজে সবাই ঠাণ্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া প্রমোট করবে।