Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের রুটিন প্রকাশ করল সংসদ

Bipasha Chakraborty

Published: 10 July, 2024, 07:08 PM
উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের রুটিন প্রকাশ করল সংসদ

 

পুবের কলম প্রতিবেদক:  দুদফায় একাদশের পরীক্ষা, সেমিস্টারের রুটিন প্রকাশ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদ।২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে একাদশে সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। এবার তার রুটিন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । 
সেমিস্টার– ১  এর রুটিন
প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে প্রতিদিন বেলা ৩টে থেকে ৪টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। শুধুমাত্র, মিউজ়িক, ভিস্যুয়াল আর্ট এবং ভকেশনাল বিষয়ের পরীক্ষা হবে বেলা ৩টে থেকে ৩টে বেজে ৪৫ মিনিট পর্যন্ত। সেমিস্টার একের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট স্কুলকে আয়োজন করতে হবে। 
সেমিস্টার– ২  এর রুটিন
প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও পরীক্ষা হবে প্রতিদিন বেলা ৩টে থেকে ৪টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। শুধুমাত্র, মিউজ়িক, ভিস্যুয়াল আর্ট এবং ভকেশনাল বিষয়ের পরীক্ষা হবে বেলা ৩টে থেকে ৩টে বেজে ৪৫ মিনিট পর্যন্ত।
সেমিস্টার– ১ 
তারিখ     দিন    বিষয়
13.09.24     শুক্রবার    বাংলা(এ), ইংরেজি (এ), হিন্দি(এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি
18.09.24    বুধবার    হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রেটেলিং, আইটি, অর্থনীতি, ট্যুরিজ়ম এন্ড হসপিটালিটি, কৃষিবিদ্যা, পাওয়ার, ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম- ভকেশনাল বিষয় 
19.09.24    বৃহস্পতিবার    বাংলা(বি), ইংরেজি (বি), হিন্দি(বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরেজি, 
20.09.24    শুক্রবার    অর্থনীতি বা অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েল বিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স
21.09.24    শনিবার    পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি 
23.09.24    সোমবার    কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য এবং শরীরচর্চা বিদ্যা, মিউজ়িক, ভিস্যুয়াল আর্ট 
24.09.24    মঙ্গলবার    পরিসংখ্যানবিদ্যা, সাইকোলজি, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ় অব অডিটিং, ইতিহাস 
25.09.24    বুধবার    রসায়ন বিদ্যা, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ় 
26.09.24    বৃহস্পতিবার    দর্শন 
27.09.24    শুক্রবার    অঙ্ক, কৃষিবিদ্যা, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সিয়ান, আরাবিক
28.09.24    শনিবার    জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং এবং ট্যাক্সেসন
30.09.24    সোমবার    সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি
 
সেমিস্টার –২
 
তারিখ     দিন    বিষয়
03.03.25    সোমবার    বাংলা(এ), ইংরেজি (এ), হিন্দি(এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি
04.03.25    মঙ্গলবার    হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রেটেলিং, আইটি, অর্থনীতি, ট্যুরিজ়ম এন্ড হসপিটালিটি, কৃষিবিদ্যা, পাওয়ার, ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম- ভকেশনাল বিষয় 
05.03.25    বুধবার    বাংলা(বি), ইংরেজি (বি), হিন্দি(বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরেজি, 
06.03.25    বৃহস্পতিবার    অর্থনীতি বা অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েল বিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স
07.03.25    শুক্রবার    পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি 
08.03.25    শনিবার    কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য এবং শরীরচর্চা বিদ্যা, মিউজ়িক, ভিস্যুয়াল আর্ট 
10.03.25    সোমবার    পরিসংখ্যানবিদ্যা, সাইকোলজি, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ় অব অডিটিং, ইতিহাস 
11.03.25    মঙ্গলবার    রসায়ন বিদ্যা, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ় 
12.03.25    বুধবার    দর্শন 
13.03.25    বৃহস্পতিবার    অঙ্ক, কৃষিবিদ্যা, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সিয়ান, আরাবিক
17.03.25    সোমবার    জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং এবং ট্যাক্সেসন
18.03.25    মঙ্গলবার    সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি

Leave a comment