Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি, নিরাপত্তার চাদরে নিউ ইয়র্ক স্টেডিয়াম

News Desk

Published: 30 May, 2024, 03:58 PM
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি, নিরাপত্তার চাদরে নিউ ইয়র্ক স্টেডিয়াম

 


নিউ ইয়র্ক, ৩০ মে:  সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এবার শুরু হচ্ছে 'টি-২০ ক্রিকেট বিশ্বকাপ'। আগামী ৯ জুন আমেরিকার নিউ ইয়র্ক শহরের নাসাউ কাউন্টিতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের খেলা। আর সেদিনই নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন। যার জেরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না মার্কিন পুলিশ। ভারত-পাকিস্তানের খেলা নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় অধিক জোর দেওয়া হচ্ছে। যদিও সন্ত্রাসী হামলা নিয়ে রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, "এই মুহূর্তে এটি বিশ্বাসযোগ্য নয়।"

এদিকে নাসাউ কাউন্টির আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রোহিত শর্মার নেতৃত্বে ১ জুন বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ১২ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি।

খেলা চলাকালীন নিরাপত্তা যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য আগাম পুলিশকে কড়া বার্তা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "বিশ্বকাপের খেলায় অংশগ্রহণকারীদের সুরক্ষিত রাখতে ফেডারেল ও স্থানীয় প্রশাসন জোর তৎপরতায় কাজ করছে। যদিও এই মুহূর্তে কোনও বিশ্বাসযোগ্য হুমকির খবর নেই। আমি নিউ ইয়র্ক পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছি। গোটা বিষয়টিকে আমরা পর্যবেক্ষণে রাখব।"

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে আইএসআইএস-কে সন্ত্রাসী গোষ্ঠীর বিশ্বকাপ নিয়ে বিশ্বব্যাপী হুমকি দেওয়ার পর নিউইয়র্কের প্রশাসন নিরাপত্তায় সতর্কতা জারি করছেন। বুধবার নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেন, "এপ্রিলে এক অনুষ্ঠানে হামলার হুমকি দিয়েছিল সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, বিশ্বকাপের খেলা নিয়ে কাউন্টির ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি- ৯ জুন নাসাউ কাউন্টিতে সবচেয়ে নিরাপদ জায়গা হবে স্টেডিয়ামের ভেতরে।"

ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রাউলি বিশ্বকাপের সন্ত্রাসী হুমকির বিষয়টি প্রথম প্রকাশ করেছিলেন। এরপরই আইসিসি এক বিবৃতিতে বলে, "খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকের সুরক্ষা আমাদের কাছে প্রথম অগ্রাধিকার। আমরা নিরাপত্তায় কোনও ত্রুটি রাখছি না।" নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান বলেন, "সারা বিশ্ব থেকে টিম আসবে। নাসাউ কাউন্টিতে সারা বিশ্ব থেকে ভক্তরা আসবেন। নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিয়ে আমরা ছয় মাসেরও বেশি সময় ধরে নিয়মিত বৈঠক করে আসছি। আমরা প্রতিটি হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।"

Leave a comment