Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ইন্তেকাল করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম, আগামীকাল যোহর বাদ জানাজা

Bipasha Chakraborty

Published: 25 September, 2024, 05:17 PM
ইন্তেকাল করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম,  আগামীকাল যোহর বাদ জানাজা

রফিকুল হাসান, বারাসাত: আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম। বুধবার দুপুর ১:১৫ মিনিটে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারাসাতের বয়রা গ্রামে নিজ বাড়িতে ৬১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সব গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ইতিমধ্যে তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সহ বহু সাধারণ মানুষজন। তিনি রেখে গেছেন স্ত্রী সহ চার পুত্র সন্তান। আগামীকাল বৃহস্পতিবার যোহরের নামাজ বাদ বয়রা গ্রামে ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 



সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন। প্রায় তিন লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন হাজী নুরুল ইসলাম। এর আগে তিনি হাড়োয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালেও বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এছাড়া হাজী নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, তিনি লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন।

" target="_blank">

২০০৯ সালের তৃণমূল কংগ্রেসের বসিরহাটে দাঁড়িয়ে তিনি প্রথমবার জয় লাভ করে সাংসদ হয়েছিলেন। ২০১৪ সালের জঙ্গিপুরে  দাঁড়িয়ে হেরে যান। ২০১৬ সালে তিনি আবার হাড়োয়া বিধানসভার বিধায়ক হন। ২০২১ সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজী নুরুল ইসলাম। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে অসুস্থ জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। তারপর বুধবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন হাজী নুরুল ইসলাম।

Leave a comment