Sun, September 22, 2024

ই-পেপার দেখুন

ফের ভয় ধরাচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

Bipasha Chakraborty

Published: 21 September, 2024, 08:18 PM
ফের ভয় ধরাচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

পুবের কলম, ওয়েবডেস্ক: ডিভিসির ছাড়া জলে বাংলার একাংশজুড়ে প্রবল বন্যা। কোথাও হাঁটু, তো কোথাও বুক পর্যন্ত জল। কোথাও আবার এক তলা বাড়ির ছাদের উপর দিয়ে জল বইছে। ক্ষেত-খামার সব এখন জলের তলায়। এই পরিস্থিতিতে ভয় ধরাচ্ছে নতুন করে হতে চলা নিম্নচাপ। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশংকা। এমনিতেই কয়েকদিন আগেই বৃষ্টি ভাসিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গকে। এবার আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা।


বঙ্গোপসাগরে একটি নয়, তৈরি হয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্ত মিলে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। সপ্তাহান্তে শুকনো আবহাওয়া থাকলেও আগামী বুধবার থেকে শুরু হবে বৃষ্টি।


প্রথমেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনাতেও। বাদ পড়বে না উত্তরবঙ্গ। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার বাইরেও। বেশি বৃষ্টি হবে অন্ধ্র-ওডিশায়। সোমবার রাজস্থান থেকে বর্ষা-বিদায় নিতে শুরু করবে বলে ইঙ্গিত মিলেছে। যদিও বাংলা থেকে বর্ষা বিদায়ে এখনও অনেক দেরী।

Leave a comment