Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

Breaking: ধরনা প্রত্যাহার, আগামীকাল থেকে বন্যা কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক'- ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

Bipasha Chakraborty

Published: 20 September, 2024, 06:42 PM
Breaking: ধরনা প্রত্যাহার, আগামীকাল থেকে  বন্যা কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক'- ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

পুবের কলম, ওয়েবডেস্কধরনা প্রত্যাহার, আগামীকাল থেকে  বন্যা কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক' ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। মঙ্গলবার অভয়ার ধর্ষণ ও হত্যা কাণ্ডের শুনানিতে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেগুলির অগ্রগতি কতটা কার্যকর হয়েছে সেসব শুনানিতে উঠবে বলে মনে করা হচ্ছে।

জুনিয়র চিকিৎসকরা এদিন জানান, তাঁরা কাজে ফিরছেন। তবে তাদের এই মানবিকতাকে যেন দুবর্লতা বলে না ভাবা হয়। তাদের বক্তব্য, তাদের চোখ রয়েছে সুপ্রিম কোর্টের শুনানির দিকে।

জুনিয়র চিকিৎসকরা বলেন,  আর যেন অভয়া কাণ্ড দ্বিতীয়বার না ঘটে এই সমাজে। আমাদের অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই গর্জে উঠতে হবে। একজন পুরুষ সংসার সামলানোর জন্য রোজগার করেন, কিন্তু একজন নারী  শুধু সংসার সামলানো ছাড়াও সন্তানের জন্ম, তাকে লালন পালন করা, বড় করে তোলা সমস্ত কাজ করে থাকেন। তাদের সম্মান করতে হবে। আমরা জানি  আমাদের এই আন্দোলনের পাশে নাগরিক সমাজ ছিল, আছে, থাকবে। 

Leave a comment