Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ সহ টালা থানা ওসি

Bipasha Chakraborty

Published: 14 September, 2024, 11:57 PM
আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ সহ টালা থানা ওসি

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এল।  তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার টালা থানা ওসি অভিজিৎ মণ্ডল। শনিবার সাত ঘণ্টা দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওসির কথায় বিস্তর অসঙ্গতি মেলায় তাকে এদিন গ্রেফতার করা হল। 

জানা গেছে, ঘটনায় এফআইআর দায়ের দেরি থেকে শুরু করে ময়নাতদন্ত একাধিক ক্ষেত্রে বিস্তর অভিযোগ উঠে এসেছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। 

গত ৫ সেপ্টেম্বর বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার আগে একাধিক হাসপাতাল তাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়। অভিজিৎবাবুকে ভর্তি না নেওয়ায় ওই হাসপাতালগুলিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘সতর্ক করেন’ স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। কিন্তু শেষ রক্ষা হল না, সেই অভিজিৎ মণ্ডলকে অবশেষে গ্রেফতার করল সিবিআই।

সেইসঙ্গে এবার আরজি করে কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।

Leave a comment