Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

ওড়িশার বালোসোরে সাম্প্রদায়িক হিংসা, আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 04:57 PM
ওড়িশার বালোসোরে সাম্প্রদায়িক হিংসা, আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা
 
পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশায় বালাসোরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ নিল ওড়িশা পুরসভা। মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ২০ জুন সকাল ১০ টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। কোনও রকম গুজব না ছড়ানোর জন্য এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেমন হোয়াটস অ্যাপ, ফেসবুক, এক্স হ্যান্ডেল, স্ন্যাপচেট সহ সমস্ত সামাজিক মাধ্যম বন্ধ রাখা হবে।
প্রসঙ্গত, সোমবার রাত থেকে ওড়িশার বালোসোর পুরসভা একালায় রাস্তা রক্ত পড়ে থাকতে দেখে  সেটিকে ‘কুরবানির রক্ত’ মনে করে হিন্দু-মুসলিমের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ হিংসার রূপ নেয়। দু-পক্ষই দু-পক্ষের বিরুদ্ধে ইট, কাঁচের বোতল ছোঁড়াছুঁড়ি সহ বাড়ি-ঘর যানবাহুন পুড়িয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি চলছে। ওড়িশায় সরকার পরিবর্তন হয়েছে। ২৪ বছরের বিজেডি সরকারকে সরিয়ে রাজ্যে এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক রাখতে কালেক্টর আশিস থ্যাকার সহ পুলিশকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে  বালাসোর প্রশাসন প্রশাসন স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, স্থানীয় মানুষকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। 
দাঙ্গার ঘটনায় এখনও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রয়েছেন অতিরিক্ত এডিজি (আইন শৃঙ্খলা) সঞ্জয় কুমার।
 
 

Leave a comment