Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আরজি করে নারকীয় হামলায় বেশ কয়েকজন সন্দেহভাজন চিহ্নিত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট পুলিশের

Bipasha Chakraborty

Published: 15 August, 2024, 02:02 PM
আরজি করে নারকীয় হামলায় বেশ কয়েকজন সন্দেহভাজন চিহ্নিত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট পুলিশের


পুবের কলম, ওয়েবডেস্ক:আরজি করে নারকীয় হামলার ঘটনায় বেশ কয়েক সন্দেহভাজনকে চিহ্নিত করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আরজি কর হাসপাতালে আন্দোলন রত চিকিৎসক ও ডাক্তারি ছাত্রছাত্রীদের ওপর হামলায় চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা।

তবে কলকাতা পুলিশ গর্বিত ডিসি (নর্থ)-সহ ঘটনাস্থলে কর্তব্যরত সহকর্মীদের জন্য, যাঁরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান আগাগোড়া, যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন বহু সহকর্মী, এঁদের মধ্যে কারও কারও আঘাত গুরুতর বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।‘

গতকাল ঘটনার বীভৎসতার কথা জানিয়েছেন কলকাতা পুলিশের গাড়ির চালক বদ্যু জামান। তিনি বলেন, একদল মানুষ হঠাৎ কোথা থেকে ছুটে এলো। গাড়ি ভাঙচুর করতে লাগলো। একটা ইট এসে লাগলো আমার পিঠে, আমি তখন গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম’। 

 

Leave a comment