Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কুলতলির সুড়ঙ্গ রহস্য ও অপরাধী এখনো অধরা

Bipasha Chakraborty

Published: 17 July, 2024, 08:14 PM
কুলতলির সুড়ঙ্গ রহস্য ও অপরাধী এখনো অধরা

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: কুলতলির সুড়ঙ্গ রহস্য ও অপরাধী এখনো অধরা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া নকল সোনার কারবারি সাদ্দাম সর্দার ও তাঁর ভাইকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো ধরতে পারল না পুলিশ। এখনো রহস্য সমাধান হলো না সাদ্দামের ঘরেতে উদ্ধার হওয়া সুড়ঙ্গেরও।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির জালাবেড়িয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট গ্রামের বাসিন্দা নকল সোনার মূর্তি বিক্রিচক্রের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারের বাড়িতে অভিযান চালাতে গিয়ে সোমবার আক্রান্ত হয়েছিল পুলিশ। অভিযোগ, সেখানে পুলিশকে লক্ষ্য করে শূন্যে গুলি ও চালায় সাদ্দামের ভাই সাইরুল। বাড়ির মহিলারাই পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয়।আর তার পর থেকেই এখনো অধরা সাদ্দাম ও তার ভাই।

মঙ্গলবার দুই ভাইয়ের স্ত্রী রাবেয়া সর্দার ও মাসুদা সর্দারকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশি ধরপাকড়ের ভয়ে এখন পুরুষ শূন্য পয়তারহাট গ্রাম। সোমবার সন্ধ্যার আগে সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ঘরের মধ্যে উদ্ধার হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ প্রায় ৪০ ফুট দূরে বাড়ি লাগোয়া একটি খালের সঙ্গে সংযুক্ত। পুলিশের অনুমান,এই সুড়ঙ্গ বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে।তবে কোন কাজে ওই সুড়ঙ্গ ব্যবহার করা হতো তা এখনও স্পষ্ট হয়নি।

সোমবার রাতে ওই গোপন সুড়ঙ্গের মধ্যে তল্লাশি চালানোর সময় ভারী কোনও বস্তু পায়ে ঠেকে তদন্ত কারীদের। বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম এর আগে একবার ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়ে ছিল।

বিরোধীদের অভিযোগ, নকল সোনা ও মূর্তি দেওয়ার নাম করে বাইরে থেকে আসা লোকজনকে খুন পর্যন্ত করতো সাদ্দাম বাহিনী। আর সেই দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে খালের জলে। কুলতলির বিজেপি নেতা উত্তম হালদার বলেন, ‘তৃণমূল ও পুলিশের একাংশের মদতেই সাদ্দামের এই রমরমা ব্যবসা। প্রতারণা, টাকা লুট এমনকি খুনও করা হয়েছে ওই বাড়িতে।’

সিপিএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল বলেন, ‘ওই লোক ঠকানো ব্যবসায় স্থানীয় তৃণমূল নেতাদের যোগ সাজস রয়েছে।’ তবে তাদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ উড়িয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন,‘সাদ্দাম তৃণমূলের কেউ নয়।বিরোধীদের কোনো কাজ নেই তো।তাই  ওরা সব কিছুতেই তৃনমূলের ভূত দেখেছে।এর সাথে তৃনমূল কোনো ভাবেই জড়িত নয়। পুলিশ তাকে গ্রেপ্তার করুক।আইন অনুযায়ী অপরাধীর শাস্তি হোক পুলিশকে সেটা বলেছি।'

Leave a comment