কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অরুণাচলে কঠোর হচ্ছে ইনার লাইন পারমিট

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

ইটানগর, ২১ আগস্ট: ‘সরকারের অনুমতি ছাড়া বহিরাগতদের অরুণাচলে প্রবেশ করতে দেওয়া হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বহিরাগতদের অবৈধ প্রবেশ আটকাতে এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া  হচ্ছে বলে জানান খান্ডু। বহিরাগতদের জেরে অরুণাচলীদের সংস্কৃতি যাতে প্রভাবিত না হয় সেই লক্ষ্যেই ইনারলাইন পারমিট পদ্ধতিকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

এমনিতেই পর্যটকদের অরুণাচল প্রবেশ করতে ইনারলাইন পারমিট করাটা বাধ্যতামূলক। কিন্তু উত্তর-পূর্বাঞ্চলের  বিভিন্ন রাজ্যের শ্রমিকরা যান সেখানে কাজের জন্য। অনেকে সেখানে থেকে ব্যবসাও করছেন। এদের অবাধ  যাতায়াত এখন বন্ধ করতে চাইছে অরুণাচল সরকার। আর সেই জন্যই প্রত্যেকের ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হচ্ছে ইনারলাইন পারমিট। 

সোমবার রাজধানী ইটানগরে প্রশাসনিক আধিকারিক ও অখিল অরুণাচলপ্রদেশ ছাত্র সংঘের নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে ছাত্র সংগঠন জানায়, কীভাবে রাজ্যে অনুপ্রবেশ বেড়েছে। এছাড়া সম্প্রতি পুলিশ আইএলপি লঙ্ঘনকারী ১৫৫ জনকে গ্রেফতার করেছে। এরপরই ইনরলাইন পারমিট আরও কঠোর করার সিদ্ধান্ত হয়।